বুধবার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাঠালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বাংলানিউজকে জানান, নিহত হাফিজের মামাতো বোনকে বিয়ে করেন মোফাজ্জল।
ওই সালিশের মাধ্যমে স্ত্রী মাস্তোরাকে মোফাজ্জলের কাছ থেকে বাবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। আর এ বিষয়টি মেনে নিতে পারেননি মোফাজ্জল। ওই সালিশের জের ধরেই হাফিজুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আখতার মোর্শেদ।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআরএস/আরআই