বুধবার (২৪ মে) উলিপুর উপজেলার উল্লিখিত স্কুলে ‘আইনের সঠিক বাস্তবায়নই পারে শিশু বিবাহ বন্ধ’ বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা শেষে এই শপথ নেয় শিক্ষার্থীরা।
শুধু শিক্ষার্থীরাই নয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া অতিথিরাও এ সময় বাল্যবিয়ে বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে শপথ বাক্য পাঠ করেন।
মজিবর রহমান সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব সরকার, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়ক মাহফুজুর রহমান, ডা. ইফতেখারুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
জিপি/আরআই