ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার বাংলানিউজকে বলেন, অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বারডেম হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি রয়েছেন তিনি।
এর আগে বিকেলে ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ১০ হাজার টাকা মুচলেকায় নিজ জিম্মায় বাড়ি যাওয়ার অনুমতি পান ফরহাদ মজহার।
পরে বিকেল ৫টা ৫২ মিনিটে মাইক্রোবাসে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন ফরহাদ মজহার। এ সময় সাংবাদিকেরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তাতে সাড়া দেননি তিনি।
ওই সময় তার স্ত্রী ফরিদা আখতার বলেন, ‘স্বামীকে ফিরে পেয়েছি। এতেই খুশি। ’
আরও পড়ুন: অপহরণকারীদের থেকে বাঁচতে নিজেই টাকার প্রস্তাব দেন মজহার
এর আগে সোমবার ভোরে নিজের বাড়ি থেকে ওষুধ কিনতে বের হলে শ্যামলী থেকে ফরহাদ মজহার নিখোঁজ হন বলে অভিযোগ করে তার পরিবার।
এ নিয়ে রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে তার পরিবার। এরপর খুলনায় তার খোঁজে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।
ওইদিন রাতে যশোরে একটি বাস থেকে উদ্ধারের পর তাকে মঙ্গলবার সকালে প্রথমে রাজধানীর আদাবর থানায় নেওয়া হয়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্যে নেওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে।
দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এজেডএস/এমএ/