ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আমলারাই সরকার চালাচ্ছে: উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

ঢাকা: আমলারাই এখন সরকার চালাচ্ছে। প্রধানমন্ত্রী নামমাত্র দায়িত্বে।

এখনই সতর্ক না হলে আমলারা সরকারকে ডোবাবে বলে অভিযোগ করেছে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক আব্দুল মজিদসহ ঐক্য পরিষদ নেতারা জানান, সরকার তাদের দাবি মেনে নিয়ে উপজেলা পরিষদকে এখনই কার্যকর না করলে আগামী ২ অক্টোবর মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করা হবে।

গত ১৫ জুন ঐক্য পরিষদের ১০ দফা দাবি সরকারের কাছে পেশ করা হয়েছে বলেও জানান তারা।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।