ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দর শহর বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
সুন্দর শহর বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন এমপি চিনু

রাঙামাটি: সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, সুন্দর শহর বিনির্মাণে রাঙামাটির সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রোববার (১৩ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।

এমপি চিনু বলেন, যেখানে সেখানে অবৈধ দখল, ময়লা আবর্জনা ফেলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন করে রাখলে পর্যটন শহর রাঙামাটির সৌর্ন্দয্যের হানি ঘটবে।  

চিনু জানান, রাঙামাটির একমাত্র বাঁধটি এখন ঝুঁকির মুখে।

এটি রক্ষা করতে হবে। বাঁধকে ঘিরে কেউ যেন দখলদারিত্ব বা ব্যবসা-বাণিজ্যের চিন্তা-ভাবনা করতে না পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে।

পাহাড় ধসের মত এতবড় দুর্যোগে যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রশংসা করেন। পাশাপাশি পাহাড় ধস বা সড়ক যোগাযোগের অযুহাতে যে সমস্ত ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রবাদির মূল্য বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসাইন, জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুমনী আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, স্কাউট কমিশনার নুরুল আবছার, সাংবাদিক সুনীল কান্তি দে, হারুন মাতব্বর।
এসময় সুশীল সমাজের লোকজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।