ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহী: রাজশাহী মহানগরীর সিপাইপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে স্নিগ্ধা খাতুন (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্নিগ্ধা জেলার মোহনপুর উপজেলার বিদিরপুর এলাকায় মিঠুন হোসেন ওরফে মিঠুর স্ত্রী।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, মিঠুর গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর গ্রামে।

সিপাইপাড়া এলাকার একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় তারা ভাড়া থাকেন। মঙ্গলবার দুপুরের  দিকে পারিবারিক কলহের জের ধরে স্নিগ্ধা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। এ সময় ঝুলতে দেখে প্রতিবেশীরা এসে ধরজা ভেঙে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বিকেল ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ব্যাপারে আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।