ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা: বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। কোল্ড  স্টোরেজে দুধ, মাংস এবং অন্যান্য খাদ্যের মান নিশ্চিত করতে সমীক্ষা পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি) ইউএসটিডিএ।



বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইউএসটিডিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, খাদ্য সংরক্ষণে তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিক নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করার জন্য বাংলাদেশের তৈরি খাবার এবং কোল্ড চেইন পরিষেবা সংস্থা বণ্টন ফুডস লিমিটেডকে (বণ্টন ফুডস) একটি সম্ভাব্যতা সমীক্ষা অনুদান দিয়েছে ইউএসটিডিএ। এ সমীক্ষার  লক্ষ্য হলো- খরচ কমানো এবং দুগ্ধ, মাংস এবং অন্যান্য খাদ্য পণ্যের ক্ষতি কমানো, ফলে সারা দেশে মানুষের জন্য উন্নত খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এ সমীক্ষা পরিচালনা করার জন্য মিনেসোটা ভিত্তিক প্রতিষ্ঠান ল্যান্ড ও'লেকস ভেঞ্চারকে নির্বাচন করা হয়েছে।

ইউএসটিডিএ’র পরিচালক এনোহ টি ইবং বলেছেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার লক্ষ্যে বেসরকারি খাতের বিনিয়োগের সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বণ্টন ফুডসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করে এমন উদ্ভাবনী প্রযুক্তি তৈরিতে সহায়তা করবে।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।