ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পবায় রিভলবার ও মাদকদ্রব্য জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
পবায় রিভলবার ও মাদকদ্রব্য জব্দ

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী রিভলবার ও মাদকদ্রব্য জব্দ হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, বুধবার (৩০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে হুজরিপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশ দেখে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি রিভলবার ও একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় ওই রিভলবার ও প্যাকেটটি জব্দ করে পুলিশ। ওই প্যাকেটের ভেতর একশ’ ৪২ পিস ইয়াবা এবং এক গ্রাম হেরোইন পাওয়া যায়। সেগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আর পলাতক মাদক ব্যবসায়ীকেও খোঁজা হচ্ছে। তাকে পাওয়া গেলে এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান ওসি পরিমল কুমার চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এসএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।