ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-ছবি-বাংলানিউজ

রাজশাহী: মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহীর সর্বস্তরের ওলামা ও মুসল্লিদের আয়োজনে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লিরা জুম্মার নামাজ শেষে এক হয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে উপস্থিত হন। এ সময় তারা মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের সবাইকে মুসলিম রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।