ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

বিচারপতি আশিষ দাসের মায়ের স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
বিচারপতি আশিষ দাসের মায়ের স্মরণসভা স্মরণসভায় আলোচক ও অতিথিরা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশিষ রঞ্জন দাসের মা গায়ত্রী রানী দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গায়ত্রী রানী দাস বাগেরহাট আমলাপাড়া স্কুলের ইংরেজি শিক্ষক জোগেশ চন্দ্র দাসের স্ত্রী ছিলেন। কর্মজীবনে তিনি মোড়েলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন।

নারীদের ক্ষমতায়ন ও সমাজসেবার কাজও করতেন।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের এ সি লাহা মিলনায়তনে স্মরণসভায় প্রয়াত গায়ত্রী রানীর ছেলে বিচারপতি আশিষ রঞ্জন দাস, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন রাখি, সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাকসুদা বেগম, বিআরডিবি’র চেয়ারম্যান শুকুর আহমেদ প্রমুখ স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।