ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
রাজশাহীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর তেরখাদিয়া ডাবতলার মোড় এলাকায় বজ্রপাতে আশিফ যুবায়ের শুভ (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আশিফ যুবায়ের শুভ ওই এলাকার হাসান আলীর ছেলে।

এছাড়া শুভ নর্দান ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসের ছাত্র ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে রাজশাহীর বাড়িতেই অবস্থান করছিলেন।

নিহতের বাবা পিডিবির উচ্চমান সহকারী হাসান আলী বাংলানিউজকে জানান, জুম্মার নামাজের সময় বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরে শুভ বৃষ্টির পানিতে ভিজতে বাড়ির বাইরে বের হয়ে যান। কিন্তু তার একটু পরেই বজ্রপাতের শুভ রাস্তার ওপর পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিসৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। নামাজে জানাজা শেষে বাদ এশা তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তার বাবা হাসান আলী।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।