ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সজল হোসেন (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটে। সজল ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সজল। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এক পর্যায়ে বিকেলে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল শ্রীরামপুর টি-বাঁধ ও এর আশপাশের এলাকায় নদীর তলদেশে তল্লাশি চালায় ডুবুরি দল। বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত সজলের কোনো সন্ধান না পাওয়ায় তল্লাশি অভিযান স্থগিত করা হয়েছে।  

শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে আবারও তল্লাশি অভিযান শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭ 
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।