ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে ২ ক্লিনিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
গোদাগাড়ীতে ২ ক্লিনিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দু’টি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) পরিচালিত এ অভিযানের খবরে উপজেলার অন্য তিনটি ক্লিনিক ও ফার্মেসি বন্ধ করে পালায় মালিকেরা। 

রোববার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত র‌্যাবের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকে উপজেলার সদর পৌর এলাকায় অবস্থিত জেনারেল হাসপাতালে অভিযান শুরু করে র‌্যাব-৫ এর সদস্যরা।

সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্লিনিক ও ল্যাবের লাইসেন্স নবায়ন না করায় দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

এরপর উপজেলার সততা ইসলামী হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।  

র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্লিনিক দু’টিতে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, ক্লিনিকগুলোর অস্ত্রোপচার কক্ষের লাইট নষ্ট, অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম ধুলোবালিতে ভর্তি দেখা যায়। প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ডায়গনস্টিকের জন্য ক্লিনিকে থাকা ল্যাবের পরিবেশও নোংরা। ক্লিনিক ও ল্যাবের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও তা নবায়ন করা হয়নি। এসব কারণে তাদের মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, র‌্যাবের অভিযানের খবর জানাজানি হলে উপজেলার মডেল হাসপাতাল, নাহার ক্লিনিক ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে কর্তৃপক্ষ সটকে পড়েন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আতঙ্কে গোদাগাড়ী সদরের সব ফার্মেসি বন্ধ হয়ে যায়। এছাড়াও বেশিরভাগ হোটেল ব্যবসায়ী, কীটনাশক দোকানি, মুদি দোকানিও দোকান বন্ধ করে চলে যান।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।