ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশা চালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশা চালকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুস সালাম নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার ( ৯ অক্টোবর) সকাল ১০টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার শুকুর আলীর ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, কাশিয়াডাঙ্গা এলাকার একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিলো। সকালে ওই এলাকার আবদুস সালাম তার অটোরিকশা আনতে যান। এ সময় বৈদ্যুতিক বোর্ড থেকে সুইচ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎ তাড়িত হন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত  ঘোষণা করেন। বর্তমানে ময়না তদন্তের জন্য তার মরদেহ রামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এ ব্যাপারে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জামান এসআই শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।