রোববার (১৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে শনিবার (১৪ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-হাট বেতকান্দি গ্রামের আনসার শেখের ছেলে রেজাউল শেখ (২৫) ও এনায়েতপুর কেজির মোড়ের মৃত সোহরাব ব্যাপারীর ছেলে আলহাজ ব্যাপারী (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শাহজাদপুর, এনায়েতপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে হাট বেতকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭০ পিস ইয়াবা, তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
আরএ