ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নসিমন-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
গাজীপুরে নসিমন-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত গাজীপুরে নসিমন-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় নসিমন ও অটোরিকশার সংঘর্ষে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিন শিক্ষার্থী। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শ্রীপুর উপজেলার ডোয়াবাড়ি এলাকার শাহজাহান মিয়ার ছেলে সিয়াম (১২) এবং নজরুল ইসলামের ছেলে মো. শিহাব (১২)।

নিহত দু’জনই ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র।  

আহতরা হলো- আসমা (৩৫) ও মাজহারুল (১২) এবং অপর জনের নামপরিচয় জানা যায় নি।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা শেষে ওই স্কুলের পঞ্চম শ্রেণির সিয়াম, শিহাবসহ মোট পাঁচজন শিক্ষার্থী অটোরিকশাযোগে বাড়ি ফির ছিল। রাজাবাড়ি শাহজাহানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।  

এ সময় আহত ৩ জন শিক্ষার্থী। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকের পরামর্শে আহত আসমা ও মাজহারুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

নসিমন চালক ও সহযোগী পালিয়ে গেলেও নসিমনটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।