ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

তালতলীতে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদ ধসে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
তালতলীতে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদ ধসে শিশু নিহত

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার উত্তর গেন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ছাদ ধসে সাইদুল ইসলাম (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সাইদুল ইসলাম একই এলাকার নজীর হোসেনের ছেলে।

সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে সাইদুল অন্য শিশুদের সঙ্গে পরিত্যক্ত ওই ভবনে খেলতে খেলছিল। এসময় হঠাৎ ছাদা ধসে পড়লে সে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে
জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।