বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাবারকান্দি গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের মো. বকুল মিয়ার ছেলে।
নিহত শিশুটির পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো রিহান। এর কিছুক্ষণ পর সেখানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে লোকজন বাড়ির পার্শ্ববর্তী ডোবায় তার মরদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেয়।
সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি