বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শ্রীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রকৌশল কর্মকর্তা উমাপদ পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান উল্লাহ শরিফী।
এসময় বক্তব্য রাখেন- শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, ব্র্যাক জেলা প্রতিনিধি রোকেয়া বেগম, শাখা ব্যবস্থাপক ইবাদুল হক, মাঠ সংগঠক নিখিল চক্রবর্তী, এইচআরএল কাজল চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ছাত্রছাত্রী অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ