ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
নাটোরে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরের লালপুরে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে একজনকে মাদক সংরক্ষণের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কদমচিলান এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কদমচিলান গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে মিনারুল ইসলাম (৪০), একই এলাকার মৃত চয়েন উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও একই উপজেলার মহিষকোলা গ্রামের মেহেদী হাসান রনির স্ত্রী শিল্পি বেগম(২৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, অপর এক অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ শিল্পি বেগমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।