ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী পৌর ওয়ার্ডে উপ-নির্বাচনে মিজানুর রহমান জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
গাংনী পৌর ওয়ার্ডে উপ-নির্বাচনে মিজানুর রহমান জয়ী

মেহেরপুর: গাংনী পৌরসভার ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সাবেক কাউন্সিলর মিজানুর রহমান পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান বে-সরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। এরআগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে কাউন্সিলর মিজানুর রহমান উট পাখি মার্কা প্রতীকে পেয়েছেন ৯৯২ ভোট। প্রতিদ্বন্দ্বি একমাত্র প্রার্থী সামসুদ্দীন শেখ (ডালিম প্রতীক) পেয়েছেন ৬৪০ ভোট।

এদিকে, উপ-নির্বাচনে মিজানুর রহমান দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। এসময় পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।