ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসাতের মামলায় ৩ চিকিৎসক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
অর্থ আত্মসাতের মামলায় ৩ চিকিৎসক কারাগারে

দিনাজপুর: ৭৪ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের মামলায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চিকিৎসকরা হলেন- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবু বক্কর সিদ্দিক, ডা. এম.বি.এম ইকবাল ও ডা. সিদ্দিকুর রহমান।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে দুর্নীতি দমন বিশেষ ট্রাইবুনালের সিনিয়র স্পেশাল জজ হোসেন শহীদ আহমদের আদালত এ আদেশ দেন।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল করিম জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন মেশিনারি ক্রয়ে দুর্নীতির কারণে এ মামলা দায়ের করা হয়।  

মামলার আসামিরা বিভিন্ন সময়ে দায়িত্বে থেকে নিম্নমানের সরঞ্জামাদি ক্রয় করে সরকারের ৭৪ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে ২০১৫ সালের ২৯ আগস্ট দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৪৯/১৫, স্পেশাল নং-১৪/১৭।

সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত হাসপাতালের ঠিকাদার মকসেদুল ইসলামের জামিন মঞ্জুর করে ৩ ডাক্তারের জামিন না মঞ্জুর করেন।  

সন্ধ্যায় তাদের প্রিজন ভ্যানে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হাসান আলী।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।