এ উপলক্ষে রাতে মেলা প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন।
রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।
বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-উর রহমান বলেন, জ্ঞানকে বিকশিত করতে বই পড়ার বিকল্প নেই। একমাত্র বই-ই পারে জ্ঞানের ভাণ্ডারকে বিকশিত করতে। বইয়ের আনন্দ ভূবনে সবাইকে প্রবেশ করতে হবে।
তিনি বলেন, মননে বই, চেতনায় বই; প্রতিটি চলার মুহূর্তে আমরা যেন বইকে ভুলে না যাই। নতুন প্রজন্মকে এগিয়ে যেতে বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই না পড়লে জ্ঞানের একটা জগত অসম্পূর্ণ থেকে যায়। এজন্য বেশি বেশি বই পড়তে হবে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএস/এমএ