সোমবার (৩০ অক্টোবর) রাত ৮ টায় উপজেলার ১ নং বাকই ইউনিয়ন পরিষদের অশ্বদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা আকতার অশ্বদিয়া সমবায় বহুমুখী কেজি স্কুলের শিক্ষিকা ছিলেন।
কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর গ্রামের সফিকুর রহমানের মেয়ে নাছিমার স্বামী মাসুদ পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮ টার দিকে রাতের খাবার খেতে বসে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে খাওয়ার টেবিলের পাশে থাকা ছুরি দিয়ে জবাই করে নাছিমা আক্তারকে হত্যা করে স্বামী মাসুদ।
ঘটনাস্থল থেকে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বাংলানিউজকে জানান, স্কুলশিক্ষিকার ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে থানায় ঘাতক মাসুদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএ/