ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে যুব দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ফেনীতে যুব দিবস পালিত ফেনীতে যুব দিবসের র‌্যালি

ফেনী: ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যকে ধারণ করে ফেনীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান,  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর ওয়াহাব সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহ উপ-পরিচালক আহমেদ কবির মজুমদার, ফেডারেশন অব এনজিওস ইন ফেনীর সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, ব্র্যাকের ফেনী প্রতিনিধি অরুণ চন্দ্র দাস।

অনুষ্ঠানে ৪ প্রশিক্ষণার্থীর মাঝে প্রায় সাড়ে ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

বাংলাদেস সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।