বুধবার (১ নভেম্বর) সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতির মৃত্যু হয় এবং মঙ্গলবার ( ৩১ অক্টোবর) গভীর রাতে নিজ বাড়িতে মারা যান বেলাল হোসেন।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে সোনামুখী মেলায় মতি ও বেলালসহ বেশ কয়েকজন বাংলা মদ পান করে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।
গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, বেলাল হোসেন মাদকাসক্ত ছিলেন। মাঝে মধ্যেই সোনামুখী বাজারে মদ পান করে বাড়ি ফিরতেন। তবে মদ খেয়েই তার মৃত্যু হয়েছে কিনা এটা আমার জানা নেই।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বলেন, দুইজনের মৃত্যু হয়েছি শুনেছি। তবে মদ পানে এ ঘটনা ঘটেছে কিনা জানি না। পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
আরএ