বুধবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সদর উপজেলার সংগলশী ইউনিয়নের খামাতপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং সংগলশী হাজীপাড়া মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঈমের বাবার হোটেল ব্যবসা রয়েছে। পড়াশোনার পাশাপাশি সে বাবাকে কাজে সহযোগিতা করত। বুধবার সকালে সে হোটেলের রান্নার জন্য কাঠখড়ি আনতে যায়। ভ্যানে করে কাঠখড়ি নিয়ে আসার সময় একটি ট্রাক সামনে থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
আরএ