ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উৎপলকে না পেলে দু’একদিনের মধ্যে দেশব্যাপী আন্দোলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
উৎপলকে না পেলে দু’একদিনের মধ্যে দেশব্যাপী আন্দোলন বিক্ষোভ-সমাবেশে বক্তারা, ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংবাদিক উৎপল দাসকে খুঁজে বের করতে না পারলে আগামী দুই-একদিনের মধ্যে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার (০১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

তারা উৎপলকে ফেরতের দাবি জানান।

বাবা চিত্তরঞ্জন দাস প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তার ভাগনা শিশু রুদ্র বিশ্বাস বলেন, মামাকে ফেরত চাই।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রধান বক্তা ছিলেন। সঞ্চালনা করেন ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

বুলবুল বলেন, উৎপলকে জীবন্ত ফেরত চাই। অক্ষত অবস্থায় ফেরত চাই। ফেরত না পেলে বড় পরিসরে সাংবাদিক সমাজকে নিয়ে আন্দোলনে যাবো। এ জন্য সবাই বসে সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। দু’একদিনের মধ্যে সারাদেশের সংবাদিকদের নিয়ে রাজপথে নামবো।

তিনি আরও বলেন, অপহরণের মধ্যদিয়ে পুরো সাংবাদিক সমাজ হুমকিতে।

এ বিষয়ে অগ্রগতি না থাকায় প্রশাসন এবং তথ্যমন্ত্রীর সমালোচনাও করেন তিনি।

উৎপল দাসের সন্ধান না পেলে কঠোর আন্দোলন

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।