ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকচাপায় রাজু মৃধা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

বুধবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডুমরাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাজু জেলার কোটালীপাড়া উপজেলার চিটাবাড়ি গ্রামের নরোত্তম মৃধার ছেলে।

আহতরা হলেন-টিটো বৈদ্য (২৪) ও রথীন হালদার (২০)। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, রাজু, টিটো ও রাথীন মোটরসাইকেলে করে কোটালীপাড়ার ভাংগারহাট থেকে সদর উপজেলার পাটকেলবাড়ি আসছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে মোটারসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজু নিহত হন। এতে আহত হন অপর দু’জন।

ট্রাকসহ চালক বসিরউদ্দিন জোয়ার্দারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।