বুধবার (০১ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি রবিউল ইসলাম।
আটককৃতরা হলেন বাবুল (৪৫), রিফাত আহমেদ (১৯), সুজন (১৮), শীলন (২০), শাহ আলম (১৮), আল আমিন (১৮), মোশাররফ হোসেন (২৮) ও জালাল (২২)।
রবিউল ইসলাম জানান, চক্রটি দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনতাই করতো। এছাড়া, রাতের বেলা তারা নির্দিষ্ট ফ্ল্যাটে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করতো।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
পিএম/এএটি