পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী বুধবার (১ নভেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজে 'ভিশন ২০৪১ এর আলোকে বাংলাদেশের জন্য একটি ফলপ্রসু বৈদেশিক নীতির রুপরেখা প্রণয়ন' বিষয়ক সেমিনারে এ কথা বলেন।
রোহিঙ্গা সম্পর্কে তিনি বলেন, এ ইস্যুতে আমাদের বন্ধুরা ঠিক সময় প্রতিক্রিয়া দেখায়নি বলে প্রশ্ন আছে।
প্রতিটি দেশের পলিসি দেখেই আমাদের এগিয়ে যেতে হবে। নিরাপত্তা হুমকি এ এলাকায় বিরাজ করছে। তাই সাবধানেই পলিসি নির্ধারণ করতে হবে।
ড. গওহর রিজভী বলেন, বিশ্ব আমাদের সঙ্গে আছে। তবে এটি যথেষ্ট নয়। আমাদের চাপ অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, এখন প্রতিদিনই অনেক কিছু বদলে যাচ্ছে। আগে থেকে চিন্তা করেই গন্তব্যে পৌছানো কঠিন হয়ে পড়েছে। তাই প্রতিদিনই কৌশল বদলাতে হবে।
গওহর রিজভী বলেন, কূটনীতি এখন কূটনীতিতে সীমাবদ্ধ নেই। ৪০ বছরের ইতিহাসে আমরা বদল হয়েছি। প্রতিটি ক্ষেত্রে আমরা পরিবর্তন হয়েছি। এবং এ বদলে আমাদের এক্সপার্ট সবচেয়ে বেশী সহযোগিতা করবে।
তিনি বলেন, ভিশন ২০৪১ কী? প্রথমত প্রবৃদ্ধি মূল্যবান তখনই যখন বণ্টন সমান হবে। আমাদের সকলকে নিয়ে সামর্থ অর্জন করতে হবে। এ সময়ে কেউ পেছনে থাকবে না। পেছনে তাকানোর সময় নেই। সামনে এগিয়ে যেতে হবে।
ন্যাশনাল ডিফেন্স কলেজ কমান্ডার লে. জে চৌধুরী হাসান সরওয়ার্দী সেমিনার উদ্বোধন করেন।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়' নীতির আলোকে বাংলাদেশ একটি দূরদর্শী পররাষ্ট্র নীতি অনুসরণ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিশন-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের তুলনায় একটি শান্তিপূর্ণ, উন্নত এবং সুখী রাষ্ট্রে পরিণত হবে।
কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সেমিনার সঞ্চালনা করেন।
ক্যাপস্টোন কোর্স ২০১৭-২ এর ৩০ জন ফেলো মেম্বার এবং ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৮০ জন শিক্ষার্থী কর্মকর্তা সেমিনারে যোগ দেন।
সেমিনারে দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
বাংলাদেশ সময়ঃ ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
কেজেড/জেডএম