বুধবার (১ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন রাজশাহীর আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনা হয়। পরে এসব অনিয়ম রুখতে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন প্রধান অতিথি। সভায় প্রধান অতিথি স্বচ্ছতার সঙ্গে সবাইকে কাজ করার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/