বাগেরহাট: জাতীয় যুব দিবসে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বাগেরহাট সদরে বারাকপুরস্থ যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের নিজস্ব ক্যাম্পাসে একটি র্যালি বের হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন অরুন চন্দ্র মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহদাত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক ঋষিকেস দাস, ডেপুটি কো-অর্ডিনেটর মো. জলিলুর রহমান প্রমুখ।
বরগুনা: ‘যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে বরগুনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, সিভিল সার্জন মো. জসিম হাওলাদার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা): ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবের বেগম ও জিনিয়াস ইউথ ফাউন্ডেশনের সভাপতি বিজয় ইসলাম রাসেল প্রমুখ।
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিবার পরিকল্পনার হলরুমে ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূবর্না রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু, উপজেলা সমাবায় কর্মকর্তা বেনজীর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার প্রমুখ।
নওগাঁ: ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় আলোচনা সভা ও ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দুপুরে শহরের যুব উন্নয়ন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- সদর আসনের এমপি মুক্তিযুদ্ধা আব্দুল মালেক।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসতানজিদা পারভীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেষ আবুল কালাম আজাদ প্রমুখ।
হবিগঞ্জ: ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৭।
বেলা সাড়ে ১১টায় জেলা যুব উন্নয়ন ভবন প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফখর উদ্দিন।
পাবনা: পাবনায় ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতীয় যুব দিবস-২০১৭ পালন করা হয়েছে।
বেলা ১২টায় পাবনা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে এক র্যালী বের হয়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে পাবনা যুব উন্নয়নের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। এছাড়াও উপস্থিত ছিলেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকসহ প্রশিক্ষণ প্রাপ্ত যুবকবৃন্দ।
বান্দরবান: ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে জাতীয় যুব দিবস-২০১৭ পালন করা হয়েছে।
দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কমর্কর্তা শহীদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এনামুল হক, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ কুমার বড়ুয়া প্রমুখ।
ফেনী: ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যকে ধারণ করে ফেনীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর ওয়াহাব সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহ উপ-পরিচালক আহমেদ কবির মজুমদার, ফেডারেশন অব এনজিওস ইন ফেনীর সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন, জিনারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি