ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জি.এম.আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, এফবিসিসিআই’র তিন বারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) উপ-মহাসচিব অ্যাডভোকেট সাদিক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে এ কর অঞ্চলে ইটিআইএন-ভুক্ত করদাতার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৪১৫ জন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএএএম/এমজেএফ