ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে যুব দিবসে র‌্যালি ও আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
লক্ষ্মীপুরে যুব দিবসে র‌্যালি ও আলোচনা লক্ষ্মীপুরে যুব দিবসে র‌্যালি ও আলোচনা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বুধবার (১ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ ও মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।

এছাড়া যুব দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, রক্ত গ্রুপিং, গাছের চারা রোপন ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।