ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
নলডাঙ্গায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে কর্মশালা শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন- তথ্য কমিশনের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ডা. শেখ মজিবর রহমান, ডা. নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের সচিব দুলাল উদ্দিন প্রমুখ।

কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিবসহ মোট ৪৩ জন অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।