ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মানবিক সহায়তা কার্যক্রমের ওপর কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
কিশোরগঞ্জে মানবিক সহায়তা কার্যক্রমের ওপর কর্মশালা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মানবিক সহায়তা কার্যক্রমের ওপর দুই দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) দুপুরে পপি পার্ট মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পপি এলনা প্রকল্পের লিড অ্যাক্টর মো. শাহাবুদ্দিন।

তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কর্মশালায় হিউম্যানিটারিয়ান লিড অ্যাক্টরদেরকে (মানবিক পক্ষসমূহ) হিউম্যানিটারিয়ার স্ট্যান্ডার্ড (মানবিক কর্মকাণ্ডে মূল আদর্শমান) এর ওপর ধারণা দেওয়া হয়।

যা মানবিক সহায়তা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

তৃষ্ণার নির্বাহী পরিচালক তরিকুল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন- সুনামগঞ্জ ইরার টিমলিডার কামরুজ্জামান।

কর্মশালায় পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন, প্রকল্প কর্মকর্তা সামচুন নাহার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।