বুধবার (১ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে স্থগিত ফলাফল প্রকাশের দাবিতে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা।
পরে প্রশাসনিক ভবনের সামনে এসে মূল গেটে তালাবদ্ধ করে সমাবেশ করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহি বাংলানিউজকে বলেন, নিয়ম ভঙ্গ করে জাতীয় বিশ্ববিদ্যালয় দুইদিন পরপর নতুন নতুন নিয়ম তৈরি করে। এখন আমাদের তৃতীয় বর্ষের ফলাফল স্থগিত এবং চতুর্থ বর্ষে ভর্তির সুযোগ চাই।
বিক্ষোভের এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএস/এমএ