নওয়াপাড়া জুট মিলে আগুন, ছবি: বাংলানিউজ
যশোর: যশোরের শিল্পনগরী নওয়াপাড়ায় অবস্থিত ‘নওয়াপাড়া জুটমিলে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার স্টেশন, মণিরামপুর এবং যশোর ও খুলনা স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
বুধবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই জুটমিলে এ আগুনের সূত্রপাত হয়।
মিল সূত্রে জানায়, বিকেলে জুটমিলে হঠাৎ আগুন লাগে।
আগুনের লেলিহান শিখা দ্রুত ভেতরে পাটবোঝাই দু'টি গুদামে ছড়িয়ে পড়ে। তবে তৎক্ষণিক ক্ষয়ক্ষতি সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ সন্ধ্যা সোয়া ৭টায় বাংলানিউজকে বলেন, নওয়াপাড়া ফায়ার স্টেশন ছাড়াও পাশ্ববর্তী উপজেলা মণিরামপুর এবং যশোর ও খুলনা স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।