ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ১৩ জেলের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
পাথরঘাটায় ১৩ জেলের কারাদণ্ড

পাথরঘাটা (বরগুনা): ২২ দিন মা ইলিশ সংরক্ষণের ওপর নিষোধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে মাছ ধরার অপরাধে ১৩ জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পাথরঘাটা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির তার কার্যালয় কক্ষে জেলেদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- বাগেরহাট কচুয়ার বড় আন্দারমানিক গ্রামের মো. ফারুক মোল্লা জিয়া হাওলাদার, শাহ আলম হাওলাদার, বাদল হাওলাদার, শাহিন মোল্লা, রবিউল হাওলাদার, শহিদ মোল্লা, মনিরুল হাওলাদার, বগা গ্রামের আবুল কালাম হাওলাদার, সোহাগ হাওলাদার, রুহুল হাওলাদার, পিরোজপুর জেলার জস খোলা গ্রামের রিপন মল্লিক ও ছাব্বির মল্লিক।

এর আগে, দুপুরে বিষখালী নদীর টেকদিয়া এলাকায় এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে পাথরঘাটার কোস্টগার্ড। এ সময় ট্রলারে ১৫ হাজার মিটার জাল, ২০ মণ জাটকা ইলিশ জব্দ করে কোস্টগার্ড।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।