ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
শিবচরে মাদক বিক্রেতার কারাদণ্ড শিবচরে মাদক বিক্রেতার কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে রমজান আলী নামে এক মাদক বিক্রেতাকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

শিবচর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার উপ পরিদর্শক (এসআই) আজাদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার যাদুয়ারচর এলাকা থেকে রমজানকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজার আদেশ দেন।

ইউএনও ইমরান আহমেদ বাংলানিউজকে জানান, শিবচরের পৌর এলাকায় দীর্ঘদিন ধরে রমজান গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। পরে তাকে ৬ মাসের সাজার আদেশ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।