ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
চারঘাটে ফেনসিডিলসহ বিক্রেতা আটক চারঘাটে ফেনসিডিলসহ বিক্রেতা আটক, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর চারঘাটে এক হাজার তিনশ' ২৪ বোতল ফেনসিডিলসহ তজিবর রহমান (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) উপজেলার উপজেলার টাঙন পূর্বপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, তজিবর বিক্রির জন্য বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তারা অভিযান চালায়। পরে এক হাজার তিনশ' ২৪ বোতল ফেনসিডিলসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক তজিবরকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।