ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হেঁটে ঢাকার পথে ফেনীর চার রোভার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
হেঁটে ঢাকার পথে ফেনীর চার রোভার হেঁটে ঢাকার পথে ফেনীর চার রোভার

ফেনী: রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট’ অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য চার রোভার স্কাউট সদস্যরা ফেনী থেকে হেঁটে রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেনী পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের সভাপতি রফিক আহম্মেদ, ইউনিট লিডার আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র রোভার রহমত উল্যাহ সুমন, সহকারি সিনিয়র রোভার মুশফিকুর রহমান, রোভার জিয়া উদ্দিনসহ প্রমুখ।

স্কাউট সূত্রে জানা যায়, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী সাইফুল ইসলাম, সিভিল টেকনোলজি বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মো. ফিরোজ উদ্দিন, পাওয়ার টেকনোলজি বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী মোতালেব হোসাইন ও এআইডিটি টেকনোলজি বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী পারভেজ হাসান  ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট’ অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
 
তারা ১৫০ কিলোমিটারের যাত্রা পথে কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, দাউদকান্দি উপজেলা, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় যাত্রা বিরতি করবে বলে সূত্র জানায়।

পরিভ্রমণ দলের লিডার সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, পথিমধ্যে তারা বাল্যবিয়ে, জঙ্গিবাদবিরোধী, দুর্নীতিবিরোধী, মাদকবিরোধী প্রচারণা চালাবে এবং বিভিন্ন অসামাজিক কার্যকালাপ সম্পর্কে জনগণকে সচেতন করবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।