বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সহদেবুপর গ্রামে এ ঘটনা ঘটে। পরে টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল বাংলানিউজকে জানান, দুপুরে শ্রমিকরা কাজ করার সময় অসতর্কতাবশত গোডাউনের পাশে ফেলে রাখা বিড়ির অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক গিয়াস উদ্দিন ও মো. লেবু মিয়া বাংলানিউজকে জানান, শীতে লেপ-তোষক তৈরি করার জন্য তারা ১৫ লক্ষাধিক টাকার মালামাল গোডাউনে মজুদ রেখেছিলেন। আগুনে পুড়ে এসব ছাই হয়ে গেছে । এখন তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ