ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
কালিহাতীতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুটি তুলার গোডাউনে আগুন লেগে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সহদেবুপর গ্রামে এ ঘটনা ঘটে। পরে টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল বাংলানিউজকে জানান, দুপুরে শ্রমিকরা কাজ করার সময় অসতর্কতাবশত গোডাউনের পাশে ফেলে রাখা বিড়ির অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক গিয়াস উদ্দিন ও মো. লেবু মিয়া বাংলানিউজকে জানান, শীতে লেপ-তোষক তৈরি করার জন্য তারা ১৫ লক্ষাধিক টাকার মালামাল গোডাউনে মজুদ রেখেছিলেন। আগুনে পুড়ে এসব ছাই হয়ে গেছে । এখন তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।