বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকায় কোস্ট গার্ডের সিজিএস বগুরা জাহাজের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সকালে উদ্ধারকৃত জাটকা বরিশাল সদর উপজেলা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বরিশাল কোস্টগার্ডের পেটি অফিসার ইরফান প্রিয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৩ টি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়।
গত বুধবার (১ নভেম্বর) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ (৯ ইঞ্চির কম সাইজের) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
এমএস/জেডএম/