ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
নড়াইলে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইলে নিখোঁজের ৯দিন পর সুকান্ত (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বাঁধাল গ্রামের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুকান্ত বাঁধাল গ্রামের পরিমালাকারের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুকান্ত তার বাবার কাছে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আবদার করেন। কিন্তু তার বাবা দুই মাস পরে কিনে দিবেন বলে জানান। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে ২৪ অক্টোবর সুকান্ত বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। ২৫ অক্টোবর তার বাবা পরিমালাকার নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বৃহস্পতিবার সকালে ওই গ্রামের নিমাই হাজরার বাড়ির পাশের মেহগনি বাগান থেকে দুর্গন্ধ ভেসে আসলে বাগানে গিয়ে সুকান্তের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।