ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহের ত্রিশালে জেএমবি সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ময়মনসিংহের ত্রিশালে জেএমবি সদস্য আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ (২৪) নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীরের বাড়ি চাদপুর।

তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের ছাত্র।  

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিদশর্ক (এসআই) রুবেল হাওলাদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সদস্য সংগ্রহ করতে গোপন মিশন নিয়ে ত্রিশালে আসে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

তার কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।