বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীরের বাড়ি চাদপুর।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-পরিদশর্ক (এসআই) রুবেল হাওলাদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সদস্য সংগ্রহ করতে গোপন মিশন নিয়ে ত্রিশালে আসে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএএএম/এসআরএস