বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর চাঁনখারপুলে ডিএসসিসি’র ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, সামান্য বৃষ্টি হলেই এ শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
জলবদ্ধতার বিষয়ে সাঈদ খোকন, গত আড়াই বছরে আমরা অনেক রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার করেছি। ঢাকার উন্নয়নের বড় অন্তরায় জলবদ্ধতা। এবছর এপ্রিল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। সাধারণত বৃষ্টি শুরু হয় জুন-জুলাই মাসে। আবহাওয়ার বৈরিতার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে উন্নয়ন ব্যাহত হয়েছে।
তিনি বলেন, একটা সময় সিটি করপোরেশন সরকারি সম্পত্তি লুটপাটের জায়গায় ছিলো। এখন আমরা রাতদিন কাজ করছি। নগরীর যেসব খেলার মাঠ, পার্ক দখল হয়েছিলো সেগুলো উদ্ধার করছি। এই মাঠ-পার্কগুলো উন্নয়নে ‘জলসবুজে ঢাকা’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছি। আগামী বছর প্রকল্প বাস্তবায়ন হবে।
বর্জ্য পরিষ্কারে বিষয়ে নগরবাসীর সচেতনতা প্রয়োজন জানিয়ে সাঈদ খোকন বলেন, রাস্তা-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে এখন বিভিন্ন বর্জ্য পড়ে থাকে। পরিচ্ছন্ন কর্মীরা ঢাকাকে পরিষ্কার রাখতে কাজ করে যাচ্ছে। তবে ঢাকা পরিষ্কার রাখা আমার একার পক্ষে সম্ভব না। নগরবাসীকে সচেতন হতে হবে। নিজেরা বদলালে শহর বদলাবে।
অনুষ্ঠানে ২৭ নম্বর ওয়ার্ডের জনসাধারণ গ্যাস সংকট, জলবদ্ধতা, যানজট, পানির সংকটসহ বিভিন্ন সমস্যা মেয়রের কাছে তুলে ধরেন। মেয়র তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। আবার কোনো কোনো সমস্যার সমাধানে প্রতিশ্রুতি প্রদান করেন।
২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমর বিন আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ, ডিএসসিসি, তিতাস গ্যাস, ওয়াসা কর্মকর্তারাসহ সর্বস্তরের জনসাধারণ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমসি/জিপি