ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রি-সেবন ছাড়ার অঙ্গীকার ১৫ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রি-সেবন ছাড়ার অঙ্গীকার ১৫ জনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ১৫ মাদক বিক্রেতা ও সেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করে মাদক বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার (২ নম্বেবর) দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসপি মিজানুর রহমানের কাছে তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা সবাই মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, এই ১৫ জন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের থানায় অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এখন থেকে তারা আর মাদক বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেছেন। মাদক বিক্রি ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে পুলিশ তাদের স্বাগত জানাবে।

পুলিশ সুপারের কার্যালয়ে এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-২ মো. মনিরুজ্জামান), ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেনসহ মজলিশপুর মানব কল্যাণ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।