ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ঠাকুরগাঁওয়ে আয়কর মেলার উদ্বোধন ঠাকুরগাঁওয়ে আয়কর মেলার উদ্বোধন

ঠাকুরগাঁও: ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে রংপুর কর অঞ্চলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

পরে ঠাকুরগাঁও উপ-কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সহকারী কর কমিশনার কামরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মনোয়ার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চেম্বার অব কমার্সের সহ সভাপতি মুরাদ হোসেনসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

তিন দিনব্যাপী এ মেলায় টিআইএন রেজিস্ট্রেশন, ভুল সংশোধন, আয়কর রিটার্ন দাখিল, ই-মেমেন্ট সুবিধা, টিআইএন সনদপ্রাপ্তি সুবিধাসহ বিভিন্ন আয়কর সেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।