বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে রংপুর কর অঞ্চলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
পরে ঠাকুরগাঁও উপ-কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সহকারী কর কমিশনার কামরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মনোয়ার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চেম্বার অব কমার্সের সহ সভাপতি মুরাদ হোসেনসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
তিন দিনব্যাপী এ মেলায় টিআইএন রেজিস্ট্রেশন, ভুল সংশোধন, আয়কর রিটার্ন দাখিল, ই-মেমেন্ট সুবিধা, টিআইএন সনদপ্রাপ্তি সুবিধাসহ বিভিন্ন আয়কর সেবা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ